প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
টাঙ্গাইলে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সেতুর পূর্ব পাড়ের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকা থেকে এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
ঘারিন্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে মালবাহী ট্রেনটি ঘারিন্দা স্টেশন অতিক্রম করে সেতুর পূর্ব দিকের দিকে যাচ্ছিল। ট্রেনটি পূর্বপাড়ের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকা থেকে এক কিলোমিটার দূরে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লালমনিরহাটের রিলিফ ট্রেন এনে বিকল হওয়া মালবাহী ট্রেনের ইঞ্জিন ঠিক করা হবে বলে জানান তিনি।