
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন। দুই দিনের সফরে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
তবে এই সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে গতকাল (৩০ অক্টোবর) মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, বাংলাদেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং তাকে আমাদের হাতে তুলে দেবে।”
তার এই সফরের আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ জানিয়েছেন, “প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ বা ২৯ নভেম্বর ঢাকায় প্রথম প্রোগ্রাম হবে, পরে ঢাকার বাইরেও আয়োজন করা হতে পারে।”
২০১৬ সালে ভারতের বিজেপি সরকারের চাপ ও অভিযোগের মুখে জাকির নায়েক দেশ ছাড়েন এবং মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ওই বছর তার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে ঢাকায় হোলি আর্টিজান হামলার পর শেখ হাসিনা সরকার তার ওপর নিষেধাজ্ঞা জারি করে।

For all latest news, follow The Financial Express Google News channel.