Bangla
a year ago

ডিবি হারুন কি পলাতক?

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ পলাতক বলে গুঞ্জন রটেছে। গতকাল, সোমবার (৫ আগস্ট) দুপুর থেকেই তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে খবর চাউর হয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর থেকে শাহবাগে লোকজনের সংখ্যা বৃদ্ধি হতে থাকে। এর আগে, হারুন দিনভর আইজিপির সাথেই ছিলেন বলে জানা যায়। কিন্তু প্রধানমন্ত্রীর দেশত্যাগের খবর পাওয়ার পর থেকেই ওয়্যারলেসে তিনি আর কোনো নির্দেশনা দেননি।

অনেকেই বলছেন, দুপুরে তিনি পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন ও পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে বাহিরে চলে যান এবং তার পরনে সাধারণ পোশাক ছিল বলেও জানা যায়।

আবার অনেকেই বলছেন, তিনি সদর দপ্তর থেকে বের হয়ে সোজা হযরত শাহজালাল বিমানবন্দরে চলে যান। যদিও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু জিজ্ঞেস করা হলে, তাদের থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

অন্যদিকে, গত ৩১ জুলাই  হারুনকে বদলি করে ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে নেওয়া হয়। মূলত, কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি অফিসে হেফাজতে রাখা নিয়ে তিনি বেশ সমালোচনায় পড়েন।

শেয়ার করুন