প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
পশু কল্যাণ গোষ্ঠীগুলির ব্যাপক প্রতিবাদের মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি এবং দিল্লি শহরের কর্তৃপক্ষকে সমস্ত বেওয়ারিশ কুকুরকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করার নির্দেশ দিয়ে দেয়া পূর্ববর্তী আদেশ সংশোধন করেছে।
তিন বিচারপতির বেঞ্চ বলেছে, টিকা এবং জীবাণুমুক্ত করার পরে বেওয়ারিশ কুকুরদের ছেড়ে দেওয়া উচিত তবে জলাতঙ্ক বা আক্রমণাত্মক আচরণযুক্ত কুকুরগুলিকে টিকা দেওয়া উচিত এবং আশ্রয়কেন্দ্রে রাখা উচিত।
আদালত জনসাধারণের স্থানে বেওয়ারিশ কুকুরদের খাওয়ানো নিষিদ্ধ করেছে এবং এই উদ্দেশ্যে নির্দিষ্ট স্থান স্থাপনের নির্দেশ দিয়েছে।
এর আগে ১১ আগস্ট, দুই বিচারপতির একটি বেঞ্চ দিল্লি এবং এর শহরতলিতে "কুকুরের কামড়ের ফলে জলাতঙ্কের ঝুঁকি" বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
দিল্লির বেওয়ারিশ কুকুরের সংখ্যা আনুমানিক দশ লক্ষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভারতে লক্ষ লক্ষ বেওয়ারিশ কুকুর রয়েছে এবং বিশ্বে জলাতঙ্কজনিত মৃত্যুর ৩৬% দেশটিতে ঘটে।
কুকুরের আতঙ্ক মোকাবেলায়, ১১ আগস্ট সুপ্রিম কোর্ট রাজধানী এবং এর শহরতলির কর্তৃপক্ষকে সমস্ত বেওয়ারিশ কুকুরকে জড়ো করে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দেয়।
আট সপ্তাহের মধ্যে এই কুকুরদের থাকার জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করার নির্দেশও দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।
সূত্র: বিবিসি।