প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
দিনাজপুর শহরের কালিতলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। শনিবার (৫ জুলাই) বেলা ৩টার দিকে মাহবুব রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রিয়াজ উদ্দিন (২০) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
দগ্ধদের মধ্যে রয়েছেন—রুবিনা আক্তার (৪৫), মলয় চন্দ্র (৩০), আমিদা রানী (৪৬), শাহজাহান কবির (৬০), শিরিন আক্তার (৪৫), তার ছেলে স্বচ্ছ (১৩) এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সজীব (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসায় নতুন গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় লিকেজ ধরা পড়ে। সেটি বন্ধ করার চেষ্টা চলাকালে রান্নাঘরে আগুন ধরে যায় এবং হঠাৎ বিস্ফোরণ ঘটে। আগুনে আশপাশে থাকা লোকজনও দগ্ধ হন।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণে রান্নাঘরের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার সঠিকভাবে সংযুক্ত না থাকায় আগুনের সূত্রপাত হয়।