Bangla
2 days ago

ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত বলে মত দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।

২১ মে ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে নির্বাচন, করিডোর, চট্টগ্রাম বন্দর, সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন সেনাপ্রধান।

রাখাইনে মানবিক করিডোর বিষয়ে তিনি বলেন, এমন সিদ্ধান্ত রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচিত সরকারকেই নিতে হবে এবং তা জাতীয় স্বার্থে হতে হবে।

‘মব ভায়োলেন্স’ প্রসঙ্গে জেনারেল ওয়াকার জানান, সেনাবাহিনী কঠোর অবস্থানে যাচ্ছে—উচ্ছৃঙ্খলতা কোনোভাবেই সহ্য করা হবে না।

চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের মাধ্যমেই হওয়া উচিত এবং স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে।

সংস্কার বিষয়ে সেনাপ্রধান জানান, এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি বা তার সঙ্গে কোনো আলোচনা হয়নি।

তিনি আরও বলেন, সেনাবাহিনী কখনোই এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হবে না যা জাতীয় স্বার্থের পরিপন্থী। সব সদস্যকে নিরপেক্ষ থেকে সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

শেয়ার করুন