Bangla
9 days ago

দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে: আসিফ মাহমুদ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, যদি রাজনৈতিক দলগুলো একমত হয়। এমনটি জানিয়েছেন স্তানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি  বলেন, জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হবে। এখন থেকে আর রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না, এমন সিদ্ধান্তও গৃহীত হয় এ সভায়। 

এর আগে দুপুরে ফেসবুকে পোস্ট তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

শেয়ার করুন