প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে ‘মিথ্যা মামলায় হয়রানি’র অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে করা মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৫ মে) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এই আদেশ দেন। মামলার আবেদন করেছিলেন হারুন অর রশিদ নামের এক ব্যক্তি।
অভিযুক্তরা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।
মামলায় অভিযোগ করা হয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনৈতিকভাবে হয়রানি করতে ‘মিথ্যা মামলা’ করা হয়, যা আইনবিরোধী ষড়যন্ত্র।