Bangla
3 days ago

দুই পুঁজিবাজারে পতন, ডিএসইএক্স সূচক কমেছে ৫০ পয়েন্ট

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

টানা দুই কার্যদিবসে বড় ধরনের পতনের মুখে পড়েছে দেশের দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রবিবার (৪ আগস্ট) লেনদেনের শুরু থেকেই সূচক ছিল নিম্নমুখী, যা দিনের শেষে বড় ধসেই রূপ নেয়।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমেছে। শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ৮ পয়েন্ট, আর ব্লুচিপ কোম্পানির সূচক ডিএস-৩০ কমেছে ২০ পয়েন্ট।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে দর কমেছে ২০৭টির, বেড়েছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ারদর।

‘এ’, ‘বি’ ও ‘জেড’—তিনটি ক্যাটাগরিতেই দরপতন হয়েছে। বিশেষ করে ‘এ’ ক্যাটাগরির ১১৯টি কোম্পানির দর কমেছে, বেড়েছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ারের দাম।

সারাদিনে ডিএসইতে মোট ৯১১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের (১ হাজার ১৩৭ কোটি টাকা) তুলনায় অনেক কম।

ব্লক মার্কেটে ২৪ কোম্পানির মোট ১১ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে গ্লোবাল পেন।

দরবৃদ্ধির শীর্ষে ছিল তিতাস গ্যাস (৯.৫২% বৃদ্ধি), আর সবচেয়ে বেশি দর হারিয়েছে ট্রাস্ট ব্যাংক (৮% এর বেশি)।

ঢাকার মতোই বড় পতন দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। দিনের শেষে সার্বিক সূচক ৬৮ পয়েন্ট কমেছে।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২২৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি শেয়ারের দাম।

সারাদিনে মোট ১০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের (২০ কোটি টাকা) তুলনায় অর্ধেকে নেমে এসেছে।

দরবৃদ্ধির শীর্ষে ছিল কাশেম ইন্ডাস্ট্রি (৯% বৃদ্ধি), আর সর্বোচ্চ দরপতনে ছিল খান ব্রাদার্স (৯% এর বেশি দর হারিয়েছে)।

শেয়ার করুন