Bangla
7 days ago

এআরএফ বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ার পথে পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আসিয়ানের আঞ্চলিক ফোরামে (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য দুই দিনের সফরে মালয়েশিয়া গেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পররাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরে ঢাকা ছাড়েন এবং আগামী ১২ জুলাই মালয়েশিয়া থেকে দেশে ফিরবেন। 

এদিকে, বৈঠকের ফাঁকে উপদেষ্টা  সম্প্রতি মালয়েশিয়ায় উগ্র জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক ৩৬ জন বাংলাদেশির বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারেন।  এছাড়াও আগামী আগস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর সম্পর্কেও আলাপচারিতার সম্ভবনা রয়েছে। 

 

শেয়ার করুন