প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের প্রতিবাদে সভাস্থলে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর ফলে রোববার (৩১ আগস্ট) দুপুর ১টা থেকে উপাচার্যসহ প্রায় দুই শতাধিক শিক্ষক অডিটোরিয়ামের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মধ্যে রাত ৮টার দিকে বহিরাগতরা লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হন।
দীর্ঘ সাত ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শিক্ষকরা অডিটোরিয়াম থেকে বের হয়ে আসেন। তবে হামলার সময় শিক্ষার্থীরা আশ্রয়ের জন্য কেন্দ্রীয় লাইব্রেরিতে গেলে সেখানেও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।