Bangla
8 months ago
এবার বাংলাদেশে জাপানি ভিসা কার্যক্রম পরিচালনা করবে ভিএফএস গ্লোবাল
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ঢাকায় কার্যক্রম শুরু করেছে জাপান ভিসা আবেদন কেন্দ্র। আজ রোববার (৩ নভেম্বর) ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণার কথা জানানো হয়।
এটি আবেদনকারীদের জন্য একটি "কার্যকর এবং সহজ" আবেদন জমা দেওয়ার সেবা প্রদান করছে।
ভিএফএস গ্লোবালের একটি বিবৃতিতে বলা হয়, "আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের জাপানি ভিসা সেবা এখন বাংলাদেশ থেকে পরিচালনা করা হচ্ছে। আবেদনকারীরা ঢাকায় আমাদের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে এসে তাদের যাত্রার শুরুতে একটি সহজ অভিজ্ঞতা পেতে পারেন।"