Bangla
3 days ago

এবার না হলে আর কখনও বিচার বিভাগ স্বাধীন করা যাবে না : সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন বিচার বিভাগে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং স্বাধীনতা নিশ্চিতের এখনই উপযুক্ত সময়, আর তা না হলে ভবিষ্যতে কখনোই সম্ভব হবে না।

আজ বৃহস্পতিবার (৮ মে) বিশিষ্ট আইনজীবী এ জে মোহাম্মদ আলীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করা যায়নি। এই ব্যর্থতার জন্য এককভাবে কোনো রাজনৈতিক দলকে দায়ী করা যাবে না।

তিনি আরও বলেন, বিচার বিভাগকে স্বাধীন করতে হলে যেসব ব্যক্তি ফ্যাসিবাদী শাসনের সহায়ক হিসেবে বিচার বিভাগে কাজ করেছেন, তাদের অপসারণ করতে হবে। শুধু বিচারকদের ব্যক্তিগত স্বাধীনতা নয়, গোটা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই জরুরি।

সংবিধানের যথাযথ প্রয়োগ নিশ্চিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, এবার যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, তবে তা আর কখনো সম্ভব হবে না। বিরোধী দল দমনে যারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

এ সময় তিনি প্রধান বিচারপতির উদ্দেশে আহ্বান জানান — ফ্যাসিবাদের সহযোগীদের বিচার বিভাগ থেকে সরিয়ে নিরপেক্ষ ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। 

 

শেয়ার করুন