Bangla
2 days ago

এবার অব্যহতি পেলেন জ্বালানি উপদেষ্টার পিএস

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

এবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে। তবে সরানোর কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ গত বছরের ১৮ আগস্ট ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পান। নিয়োগের শর্তানুযায়ী, উপদেষ্টা যতদিন পদে থাকবেন বা পিএস রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন পর্যন্ত পিএস পদে থাকা যাবে।

এর আগে, স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

শেয়ার করুন