প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ঈদুল ফিতরের যাত্রার জন্য অগ্রিম বাস টিকিট ১৪ মার্চ থেকে পাওয়া যাবে।
বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ঈদ যাত্রার সাত দিন আগে – ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত – যাত্রীরা বাসের অগ্রিম টিকিট কিনতে পারবেন।
তিনি বলেন, "গতকাল আমাদের সমিতির প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা ১৪ মার্চ থেকে কাউন্টার ও অনলাইনে বাসের টিকিট কিনতে পারবেন। তবে, এবার অনেক পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করবে।"
ঈদে যাত্রীদের বাড়তি ভাড়া যেন না গুনতে হয়, সে জন্য বাস টার্মিনালে সমিতির একটি পর্যবেক্ষণ টিম কাজ করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, "তালিকাভুক্ত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। বাস ভাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার ভিত্তিতে নেওয়া হবে। এই নির্দেশনা পরিবহন মালিকদের সবাইকে জানানো হয়েছে।"
ঈদে রাতের বাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। এর মধ্যে একটি প্রস্তাব হলো, রাতের বাস ছাড়ার আগে ভিডিও ধারণ করা হতে পারে।
তিনি জানান, "আমরা বিভিন্ন পরিকল্পনা করছি যাতে ঈদে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং কোনো দুর্ঘটনার শিকার না হন।"