Bangla
7 days ago

এক রাতে ইউক্রেনে ৭২৮ ড্রোন হামলা চালাল রাশিয়া

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

এক রাতে ৭০০-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। 

তবে কিয়েভ জানিয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। 

বুধবার (৯ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিমান বাহিনী এক রাতে রাশিয়ার ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয় নিশ্চিত করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭১৮টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া বার্তায় আরও বলা হয়েছে, এই হামলা প্রধানত দেশের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে করা হয়েছে। তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত ও সৃষ্ট ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

শেয়ার করুন