Bangla
6 days ago
এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকরের ঘোষণা আইন উপদেষ্টার
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পুরনো সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা নতুন আইনে রাখা হচ্ছে না। ফলে আগের আইনে দায়ের হওয়া মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
আসিফ নজরুল আরও জানান, নতুন আইনে সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে ২ বছর। পাশাপাশি কেউ মিথ্যা মামলা করলে এবং তা প্রমাণিত হলে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, নতুন সাইবার সিকিউরিটি আইনে অনলাইন জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।