Bangla
7 months ago

এখন দেশের পরিস্থিতি স্থিতিশীল: পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গত ৫ আগস্টের পর কিছুদিন পরিস্থিতি খারাপ থাকলেও বর্তমানে দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দাবি করেছেন। 

আজ রোববার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

উপদেষ্টা আরও বলেন, "৫ আগস্টের পর শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হয়েছে।" 

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যে আলোচনা হচ্ছে, তা পরিকল্পিত এবং দুদেশের জন্যই অকল্যাণকর হবে, মন্তব্য করেন তৌহিদ হোসেন। 

একই অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর আমরা ভাবতে শুরু করেছিলাম, কিন্তু রাজনীতিতে বিরোধী মত দমন, স্বজনপ্রীতি এবং সন্ত্রাসীদের স্থান দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। এখন মানুষ পরিবর্তিত হলেও মানসিকতা পরিবর্তিত হয়নি।" 

শেয়ার করুন