Bangla
3 days ago

একসঙ্গে দুই কিস্তি ঋণ ছাড়ের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে আইএমএফ: অর্থ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

অর্থ উপদেষ্টা মো. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "আইএমএফের কাছ থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ।" 

এতে তারা সম্মতি দিয়েছে বলে জানান উপদেষ্টা। 

সালেহউদ্দিন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সফর ইতিবাচক প্রভাব ফেলবে। বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।

ট্রাম্পের নতুন শুল্কনীতিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে উল্লেখ করে তিনি বলেন, "এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ।" 

তিনি জানান, তিন মাস পর যুক্তরাষ্ট্র নতুন সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে। 

শেয়ার করুন