Bangla
2 years ago

একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতান’স ডাইন: ওমর সানি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর সুলতান’স ডাইন নামের একটি রেস্তোরাঁর কাচ্চি বিরিয়ানিতে ব্যবহৃত মাংস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে মতামত দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।

তাঁর ভেরিফাইড ফেসবুক একাউন্টে তিনি বলেছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছে সুলতান’স ডাইন।

সুলতান’স ডাইনের মালিকের সাথে তাঁর কোনো পরিচয় নেই উল্লেখ করে ওমর সানি লিখেছেন, “একজন মালিক কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে পারেনা। আমি মনে করি একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতান’স ডাইন।”

“এই ধরনের হেনস্থাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্র বার। আমি কারো সাপোর্ট করবো না, সত্যের পক্ষে আছি মিথ্যের বিপক্ষে, আল্লাহ হেফাজত করুন সবাইকে,” যোগ করেন তিনি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মধ্যে গতকাল বৃহস্পতিবার সুলতান’স ডাইনের গুলশান শাখায় পৃথক দুটি অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

শেয়ার করুন