Bangla
3 days ago

এনআইডি সংশোধনে মাঠ কর্মকর্তাদের ওপর ইসির কঠোর নজরদারি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদনের নিষ্পত্তি কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওপর কঠোর নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে, সংশোধন কার্যক্রমে কোন কর্মকর্তা কতটি আবেদন নিষ্পত্তি করছেন তা ১৫ দিন পরপর প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।

ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খান ইতোমধ্যে সংশ্লিষ্ট নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রতি ১৫ দিনে একবার কাজের অগ্রগতি প্রতিবেদন দেবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা এসব প্রতিবেদন একত্র করে পরিচালকের কাছে পাঠাবেন। পরবর্তীতে পরিচালক ওই প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন এবং সামগ্রিক কার্যক্রম মনিটরিং করবেন।

জানা গেছে, বর্তমানে মাঠপর্যায়ে প্রায় চার লাখ এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং রয়েছে, যা আগামী জুন মাসের মধ্যেই নিষ্পত্তি করতে চায় ইসি।

শেয়ার করুন