এনবিআর বিলুপ্তির প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

আগামীকাল সোমবার থেকে দেশের সব দপ্তরে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে শুল্ক ও কর কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এবং ওষুধ ও জীবনরক্ষাকারী সরঞ্জাম আমদানিকে এ কর্মসূচির বাইরে রাখা হবে।
আজ রোববার (২৫ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। সেখানে বক্তব্য দেন উপকমিশনার আবদুল কাইয়ুম এবং উপকর কমিশনার রইসুন নেসা।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে আজ সারাদিন এনবিআর ভবনে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তারা প্রধান ফটকের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বন্ধ থাকে ভবনের প্রধান দুইটি প্রবেশদ্বার। ফলে এনবিআরের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।
গত কয়েক দিন ধরেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন চলছে।
সরকার এনবিআর এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি নতুন বিভাগ গঠন করে ১২ মে অধ্যাদেশ জারি করে। এরপর থেকেই এর বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের চার দফা দাবি হলো:
১. জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা।
২. জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে পদচ্যুত করা।
৩. রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে ওয়েবসাইটে প্রকাশ করা।
৪. এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব মহলের মতামত নিয়ে চূড়ান্ত করা।

For all latest news, follow The Financial Express Google News channel.