প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ তাদের চলমান কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর ফলে আগামীকাল সোমবার (২৬ মে) থেকে এনবিআরের দেশের সব দপ্তরে স্বাভাবিক কার্যক্রম চালু হবে।
আজ রোববার (২৫ মে) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিজ্ঞপ্তিতে তারা এনবিআর চেয়ারম্যানকে অপসারণের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে বিকেলে অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের কর্মকর্তাদের মধ্যে আলোচনায় অধ্যাদেশ সংশোধনের বিষয়ে সমঝোতা হয়। সংশোধন না হওয়া পর্যন্ত ওই অধ্যাদেশ কার্যকর না রাখার সিদ্ধান্ত জানিয়ে অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী এনে অধ্যাদেশটি চূড়ান্ত করা হবে।
এই সিদ্ধান্তের পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।