প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, "যদি তারা শাটডাউন কর্মসূচি চালিয়ে যেতে চায়, তাহলে করুক।"
অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে পরে একটি প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আজকের বৈঠক না করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে নিয়েছে। ১ জুলাই বিকেল ৪টায় নির্ধারিত বৈঠকটি হবে কি না, তাও পরে জানানো হবে।
এর আগে এনবিআরের একটি সূত্র জানিয়েছিল, অচলাবস্থা কাটাতে আজ বিকেল ৪টায় অর্থ উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে, যা তার কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকের জন্য ২০ সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়েছে, যেখানে আয়কর ক্যাডারের ১০ জন এবং কাস্টমস ও ভ্যাট ক্যাডারের আরও ১০ জন সদস্য থাকবেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।