Bangla
a month ago

এনসিপি-সহ ইসিতে নিবন্ধনের জন্য ১৪৭টি দলের আবেদন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) অন্তত ১৪৭টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। রোববার (২২ জুন) ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সব আবেদন যাচাই-বাছাই শেষে ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে আনুষ্ঠানিকভাবে মোট সংখ্যা জানানো হবে।

শেষ দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, জনতার পার্টি বাংলাদেশ (জেপিবি)-সহ বেশ কয়েকটি দল ইসিতে আবেদন জমা দেয়।

আবেদন জমা দিয়ে সাংবাদিকদের উদ্দেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বলেছি আমরা সকল শর্তাবলি এবং সকল আইন পর্যালোচনা করেই আবেদনটি করেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। প্রত্যাশা করব যে উনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী উনারা উনাদের কার্যক্রম সম্পাদন করবে। সেক্ষেত্রে এনসিপি যেন কোনো ধরনের বৈষম্যের বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়। এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পাবে। নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে।”

জেপিবির মহাসচিব শওকত মাহমুদ বলেন, “রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছি। নিবন্ধন বিধিমালার যে শর্ত আছে সেগুলো পালন করা খুব কষ্টকর। নির্বাচন সংস্কার কমিশনের এ বিধিমালার কিছু কিছু বিধিমালা সংস্কারের প্রস্তাব রেখেছে। এ প্রস্তাবগুলো কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তারপরও পুরোনো বিধিমালা অনুযায়ী আমরা আবেদন জমা দিয়েছি এবং আমরা আশা করি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাবো।”

উল্লেখ্য, গত ১০ মার্চ ইসি নতুন দলগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করে। প্রাথমিকভাবে ২০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হলেও পরে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। এই বর্ধিত সময়েই অধিকাংশ দল নিবন্ধনের আবেদন জমা দেয়।

শেয়ার করুন