প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
নাটোরের বড়াইগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রার পথসভায় মঞ্চে এসে নিজ সন্তান আবীর হত্যার বিচার দাবি করলেন তার মা আঁখি খাতুন ও বাবা মিলন হোসেন। সোমবার বিকেলে বনপাড়া কালিকাপুর বাইপাস এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে আবীরের পরিবারের সঙ্গে শতাধিক এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
পথসভায় এনসিপি’র আহ্বায়ক নাহিদুল ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানান। তারা বলেন, এ হত্যাকাণ্ডসহ এলাকার সকল সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে এনসিপি পাশে থাকবে।
গত ২৬ জুন রাতে বনপাড়ার মহিষভাঙ্গা এলাকায় একটি ভুট্টা ক্ষেতে তৃতীয় শ্রেণির ছাত্র আবীরের (৯) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ১২ বছরের কিশোর হযরত আলী মোল্লাকে হত্যাকারী দাবি করলেও নিহতের পরিবার তা মানতে নারাজ।
মঞ্চে কান্নাভেজা কণ্ঠে আবীরের মা আঁখি খাতুন বলেন, "এই হত্যাকাণ্ডে বড় কেউ জড়িত। হযরত একা আমার ছেলেকে খুন করতে পারে না, লাশ গোপন করতেও পারে না।" তিনি শিশু হত্যাকারীদের নৃশংস শাস্তি দাবি করেন।
আবীরের বাবা মিলন হোসেন বলেন, "আমার উপর রাগ থাকলে আমায় মারতেন, আমার নিরীহ ছেলেটাকে কেন খুন করলেন?" তিনি হযরতসহ অন্য জড়িতদের ফাঁসির দাবি জানান।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার জানান, হযরত আলী হত্যার দায় স্বীকার করলেও বিষয়টি আরও তদন্তাধীন। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাও কাজ করছে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।