Bangla
8 days ago

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: ফেল করেছে ৬ লাখের বেশি শিক্ষার্থী

ফাইল ছবি।
ফাইল ছবি।

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন, আর ফেল করেছে ৬ লাখ ৬৬০ জন। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী। 

পরিসংখ্যান অনুযায়ী, ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ, আর ছাত্রদের ৬৫.৮৮ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন কম। 

গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে। মাত্র দুই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে। 

শেয়ার করুন