এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়: সিইসি নাসির উদ্দীন
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন স্থানীয় একটি গণমাধ্যমে জানিয়েছেন, তার লক্ষ্য হলো মানুষ যাতে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। তা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
আজ (বৃহস্পতিবার) প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, "২০১৪ সাল থেকে মানুষ ভোট দিতে পারেনি। গত জুলাই–আগস্টের আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছে। এই আন্দোলনের মূল বিষয়ই ছিল ভোটের অধিকার নিশ্চিত করা।"
এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয় উল্লেখ করে সিইসি বলেন, "সে জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা চালাব।"
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, তিনি তার কর্মজীবনে তথ্য মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা বিভাগের সদস্য, এবং বিদ্যুৎ, জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তার প্রশাসনিক অভিজ্ঞতা থেকে তিনি বিশ্বাস করেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।
নির্বাচনে সব দলের অংশগ্রহণ করা বা না করা নিয়ে তিনি বলেছেন, এ নিয়ে আগাম কিছু বলা যাবে না। সময় হলে বিষয়গুলো পরিষ্কার হবে।
কখনও চিন্তাও করেননি যে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাবেন বলে মন্তব্য করেছেন তিনি। যে দায়িত্ব পেয়েছেন, তা সততা ও নিরপেক্ষতার সাথে পালন করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।
তার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে তিনি দৃঢ় বিশ্বাসী।