প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের দণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইনজীবীদের মতে, আজই এ আপিলের শুনানি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ শুনানি হবে। শুনানির জন্য মামলাটি আজকের কজলিস্টে শীর্ষে রাখা হয়েছে।
এর আগে আপিল বিভাগ শুনানি স্থগিত করেছিল এবং আজ সেই স্থগিত শুনানির ধারাবাহিকতায় মামলাটি ফের তোলা হচ্ছে। ফলে মামলাটির নিষ্পত্তির দিকেও অগ্রগতি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।