Bangla
3 days ago

ফারাক্কার ন্যায্য হিস্যা আদায়ে সরকার তৎপর: ফরিদা আখতার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

তিনি জানান, পানি বণ্টনের ন্যায্য হিস্যা না পাওয়ায় বাংলাদেশ নানাভাবে ক্ষতির মুখে পড়েছে। তবে সরকার এ বিষয়ে সচেষ্ট রয়েছে এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করে যাচ্ছে।

আজ শুক্রবার (১৬ মার্চ) বিকেলে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে রাজশাহী কলেজ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, আজকের এই দিনে মওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা লংমার্চ করেছিলেন। ভারতের সঙ্গে আবারও চুক্তি হবে, সেক্ষেত্রে যদি আমরা ন্যায্য পানি না পাই, তাহলে প্রয়োজনে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও তোলা হবে। ফারাক্কা চুক্তির যে ধারাগুলো রয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

উপদেষ্টা আরও বলেন, ফারাক্কার কারণে প্রায় ৬ কোটি মানুষ সরাসরি ক্ষতির শিকার হয়েছেন। এছাড়া পরোক্ষভাবে আরও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষের জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী, নদীসহ সবকিছুই ধ্বংসের মুখে পড়েছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কার কারণে বাংলাদেশে এক প্রকার কারবালার পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য এর সঠিক বিচারও প্রয়োজন। সরকার এই বিষয়ে জোরালো অবস্থান নেবে এবং চুক্তি নবায়নের সময় এই বিষয়গুলো সামনে রেখে কাজ করবে।

এর আগে রাজশাহী কলেজে পৌঁছালে উপদেষ্টা ফরিদা আখতারকে কলেজের বিএনসিসি দল গার্ড অব অনার প্রদান করে।

শেয়ার করুন