Bangla
7 months ago

ফারুকীর '৪২০' এর সিক্যুয়েল '৮৪০', ট্রেলার আসছে আজ সন্ধ্যায়

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশের খ্যাতনামা সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ১৬ বছর পর তার নির্মাণ করা '৪২০' সিরিজের সিক্যুয়েল '৮৪০' নিয়ে ফিরছেন। সেই সিরিজ থেকেই ফারুকী এবং অভিনেতা মোশাররফ করিমের খ্যাতি বৃদ্ধি পায়। 

'৮৪০' সিরিজটির শুটিং শেষ হয়ে গেছে এবং আগামী ১৩ ডিসেম্বর এটি দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টরা এখনও এই ছবির বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে যে ছবির সব কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 

ফারুকী ৬ ডিসেম্বর তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে জানান, গত বছর ঠিক এই সময়ে তারা '৮৪০' এর শুটিং করছিলেন। আজ সন্ধ্যা সাতটায় ট্রেলার আসছে বলেও জানান তিনি। 

'৮৪০'-এ সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। ফারুকী তার ফেসবুকে আগস্ট মাসে এ ছবির ব্যপারে লিখেছিলেন, "আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই '৪২০'। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম যে, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে, এটা কোন সাহসে বানালাম?" 

২০০৭ সালে '৪২০' সিরিজের মাধ্যমে ফারুকী ও তার অভিনেতারা ব্যাপক প্রশংসিত হন। 

শেয়ার করুন