প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ মে) সকালে ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি নির্বাচনের জন্য দুটি সময়কে উপযুক্ত মনে করেন। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না। তিনি দেশের আবহাওয়া এবং পারিপার্শ্বিকতার বিষয়গুলোকে তুলে ধরেছেন। ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের তিন ভাগের দুই ভাগ রোজা থাকবে। সে সময়ে নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, সংস্কার কার্যক্রম যেটা হাতে নেওয়া হয়েছে তা যদি আক্ষরিকভাবেই গতিশীল করা হয় এবং অংশীজনরা সে রকম সহযোগিতা করেন তাহলে সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব।