প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ এবং সংস্থাটি বিভক্ত করে দু’টি স্বতন্ত্র বিভাগ বাস্তবায়নে গঠিত কমিটিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এর প্রতিনিধিত্ব রাখার দাবিতে সোমবার তিন ঘণ্টা কলম বিরতির ডাক দিয়েছে ঐক্য পরিষদ।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ঐক্য পরিষদের সভাপতি হাছান মোহাম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, অর্থবছরের শেষ মুহূর্তে রাজস্ব আহরণের গুরুত্ব বিবেচনায় এখনই কোনো কঠোর কর্মসূচি না দিয়ে এবং আগামীকাল বাজেট পাসের কার্যক্রম থাকায় আগামী ২৩ জুন ঢাকায় সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করবেন।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলবে।
আর অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্ব-স্ব দপ্তরে একই সময়ে এই কর্মসূচি পালন করবেন।
সংবাদ সম্মেলনের পর ঐক্য পরিষদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আজ ২১ জুন বিকাল ৫টায় রাজস্ব ভবনের নিচ তলার মেঝেতে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের উপস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভা হয়।
“সভায় সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের সমন্বয়ে অতিরিক্ত কর কমিশনার হাসান মুহম্মদ তারেক রিকাবদারকে সভাপতি এবং অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকাকে মহাসচিব করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ৩০১ সদদ্যের একটি এডহক কমিটি গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।”
এতে বলা হয়, ঐক্য পরিষদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সামগ্রিক রাজস্ব সংস্কার ভাবনার অংশ হিসেবে ‘কেমন এনবিআর চাই’শীর্ষক সেমিনার আয়োজনে ১৯ জুন একটি প্রস্তুতিমূলক সভার জন্য কক্ষ বরাদ্দ চেয়ে লিখিত পত্র দিলেও কক্ষ বরাদ্দ না দেওয়ায় সভায় নিন্দা জানানো হয়।