Bangla
11 days ago

ফেসবুকে সব ভিডিওই হবে রিলস, আয় শুধুই রিলস থেকে

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন শুধু যোগাযোগ কিংবা বিনোদনের মাধ্যমই নয়, আয় করার প্ল্যাটফর্ম হিসেবেও পরিচিত। অনেকেই ফেসবুকে পণ্য বিক্রি কিংবা কনটেন্ট তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। তবে ফেসবুকের নতুন নীতিমালায় এই আয়ের ধরণে আসছে বড় পরিবর্তন।

মেটা সম্প্রতি ঘোষণা দিয়েছে, ফেসবুকে ভিডিও কনটেন্ট পোস্ট এবং দেখার পদ্ধতিতে বড় রকমের পরিবর্তন আসছে। এখন থেকে ফেসবুকে যেকোনো ভিডিও—ছোট হোক বা দীর্ঘ—সেগুলো স্বয়ংক্রিয়ভাবে 'রিলস' হিসেবে প্রকাশিত হবে। অর্থাৎ, ভিডিও আর রিল আলাদা থাকবে না; দুটোই এক হয়ে যাবে। ফলে আয়ও শুধুমাত্র রিলস থেকেই হবে।

আগে ভিডিও এবং রিলের জন্য আলাদা দুটি টুলস ছিল। এবার একটি সহজ ইন্টারফেসে সবকিছু একত্রিত করছে মেটা, যাতে ব্যবহারকারীরা আরও সহজে ভিডিও তৈরি, সম্পাদনা ও শেয়ার করতে পারেন।

নতুন এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা পেয়ে যাবেন বিভিন্ন নতুন ক্রিয়েটিভ টুল, যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে। ভিডিওর দৈর্ঘ্যের ওপর আর কোনো সীমাবদ্ধতা থাকছে না—ইচ্ছা করলে ব্যবহারকারী ৩০ সেকেন্ডের একটি শর্ট ক্লিপ কিংবা ১০ মিনিটের একটি লম্বা ভিডিওও আপলোড করতে পারবেন। তবে সব ভিডিওই রিলস হিসেবে গণ্য হবে।

শেয়ার করুন