Bangla
3 days ago

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে অস্ট্রেলিয়া

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া।

আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তিনি বলেন, এটি অস্ট্রেলিয়ার নিজস্ব সিদ্ধান্ত, এতে যুক্তরাষ্ট্রের অনুমোদনের প্রয়োজন নেই।

এরইমধ্যে তিনি ফ্রান্স, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

বর্তমানে বিশ্বের ১৪০টির বেশি দেশ ফিমলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চীন ও রাশিয়া ইতোমধ্যে স্বীকৃতি দিলেমধ্যে ও, যুক্তরাষ্ট্র এখনো দেয়নি। ফ্রান্স ও যুক্তরাজ্য স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্রই একমাত্র বাদ থাকবে।

শেয়ার করুন