Bangla
15 days ago

ফজরেই পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, জামায়াতের মহাসমাবেশ আজ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ। তবে দুপুর ২টায় মূল আয়োজন শুরুর কথা থাকলেও ফজরের আগেই সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

বিভিন্ন জেলা থেকে আসা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাতেই উদ্যানে অবস্থান নেন। সকাল ১০টা থেকে ইসলামি সংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতনামা শিল্পীরা।

দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই মহাসমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, বিচার ও রাজনৈতিক সংস্কারের দাবি জানাবে জামায়াত।

সমাবেশস্থলে ওজু-নামাজ, মেডিকেল ও নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে। দলটির পক্ষ থেকে দেশের সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন