প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না গ্রামে মফিজুর (৫৫) নামে এক বৃদ্ধের আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার (৫ মে) উপজেলার ময়না গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মফিজুর ময়না গ্রামের মৃত গোলাম শেখের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। সংসারে অভাব-অনটন ও চিকিৎসার খরচ চালাতে না পারায় পরিবারে ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।"