Bangla
24 days ago

ফরিদপুরে সদরপুর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

"শেখ হাসিনাতেই আস্থা" লেখা লিফলেট বিতরণের মামলায় ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিম (৩০) কে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে "শেখ হাসিনাতেই আস্থা" লেখা সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার গ্রেপ্তারের ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

ehsanrana209@gmail.com 

শেয়ার করুন