প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থান থেকে নারী সহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার উপজেলার মানিকদহ ইউনিয়ন থেকে লিমা আক্তার (২১) ও চুমুরদী ইউনিয়ন থেকে মামুন মাতুব্বর (১৭) এর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
এলাকাবাসী জানান, মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সিকান্দার মাতুব্বরের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন লিমা আক্তার (২১)। তিনি সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী আবু মৃধার স্ত্রী। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাটের দুটি দরজা ভেঙে বেলকনির গ্রিলের সাথে কালো ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার মরদেহ উদ্ধার করে ।
অপরদিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের কৃষক মাজেদ মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বর (১৭) এর মরদেহ বাড়ির পাশের আম গাছের ২০ ফুট উচ্চতায় ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে বিকেলে মরদেহটি উদ্ধার করে। পরিবারের দাবি তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।