প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা যুব সমাজের উদ্যোগে কুমারনদে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
সোমবার (৩০ শে সেপ্টেম্বর) বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে ভাঙ্গা উপজেলা সহ আশপাশের হাজার হাজার বিনোদনপ্রেমী উৎসুক জনতা নদের দুই পাড়ে ভীড় জমায়। এসময় নৌকা বাইচ উপলক্ষে নদীর দুইপাড়ে বসেছে মেলা।
নৌকা বাইচ অনুষ্ঠানের আয়োজক ও ইটালী প্রবাসী কামাল মিয়া ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জাহাঙ্গীর হোসেনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে রেফ্রিজারেটর ও এলইডি টেলিভিশন প্রদান করা হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন(অবঃ) জানান, "ভাঙ্গায় পানির অভাবে দিনদিন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ হারিয়ে যাচ্ছে। গ্রামের যুব সমাজের উদ্যোগে চমৎকার একটি নৌকা বাইচ ভাঙ্গাবাসীকে উপহার দিতে পেরে আমার খুবই ভালো লাগছে।"
নৌকা বাইচ প্রতিযোগিতায় ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামের মোঃ জহুর আলীর নৌকাকে প্রথম পুরস্কার ১টি রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার সদরদীর সফিক মেম্বারের নৌকাকে ১টি রেফ্রিজারেটর, তৃতীয় পুরস্কার ৩২" ইঞ্চি টিভি দেওয়া হয় এবং বাকি নৌকা গুলোকে সান্তনা পুরস্কার এলইডি টিভি প্রদান করা হয়।