প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ফ্যাসিবাদবিরোধী কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।
রবিবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টির নেতারাও সংহতি জানান। তারা যাচাই-বাছাই শেষে ফ্যাসিবাদবিরোধী কাউন্সিলরদের দ্রুত পুনর্বহালের দাবি জানান।
সমাবেশে ইসলামী আন্দোলনের আশরাফ আকন, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও এনসিপির সরোয়ার তুষারসহ বিভিন্ন নেতারা বক্তব্য দেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান সমাবেশ শেষে ১৫ দিনের সময়সীমা ঘোষণা করেন। বক্তারা বলেন, শূন্য পদ পূরণ হলে চাঁদাবাজি ও সন্ত্রাস কমবে।