গাইবান্ধার পলাশবাড়ীতে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামীলীগ নিষিদ্ধকরণ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে এই কর্মসূচি শুরু করা হয়।
এসময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জুবায়ের হোসেন, পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আবু তালেব মাস্টার, উপজেলা যুব জামায়াতের সভাপতি শামীম হাসান, উপজেলা শিবির সভাপতি জুয়েল রানা (পশ্চিম), আল ইমরান (পূর্ব), পৌরসভাপতি আব্দুল্লাহ রুবেল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মাসুদ রানা শেখ।
এই কর্মসূচি থেকে নেতাকর্মীরা বলেন, ৫ আগস্ট আ:লীগের এই বাংলায় থাকার অধিকার হারিয়েছে। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিও জানান তারা। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে এসে শেষ হয়। সেখানে মিছিলকারীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

For all latest news, follow The Financial Express Google News channel.