প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
শনিবার উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া এলাকার একটি পুকুর থেকেে এসব মাছ জব্দ করা হয়।
সকাল ১১ টাকা থেকে বিকেল সাড়ে পাঁচটা পযর্ন্ত পুকুরে জাল ফেলে এই মাছ উত্তোলন করা হয়। এসময় নিষিদ্ধ মাছ চাষের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুকুর মালিক আইয়ুব আলীর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম প্রমূখ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ফুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা মাছ চাষি আইয়ুব আলী তার পুকুরে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ চাষ করেন। শনিবার সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে মাছচাষি আইয়ুব আলীর পুকুরে জাল ফেলানো হয়। পরে জাল দিয়ে সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পযর্ন্ত প্রায় ২০ মণ মাছ উত্তোলন করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়। স্থানীয় বাজারে প্রতিকেজি মাছ ১৫০ টাকা হিসেবে বিক্রি হয়ে থাকে। এ হিসেবে ২০ মন মাছের দাম দাঁড়ায় এক লাখ ২০ হাজার টাকা। জব্দ করা এসব পিরানহা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমান জানান, পিরানহা মাছ রাক্ষুসে স্বভাবের। এই মাছ অন্যান্য দেশী মাছের জন্য ক্ষতিকর। এই মাছ দেশীয় জাতের মাছকে খেয়ে ফেলে। তাই পুকুর থেকে এসব মাছ উত্তোলন করে বিতরণ করা হয়। জানতে চাইলে,তিনি বলেন,এ ধরণের মাছ মানুষ খেলে কোনো ক্ষতি নেই। তবে এটি দেশে চাষ করা নিষিদ্ধ।