Bangla
2 days ago

গাইবান্ধায় আইবিডব্লিউএফ'র নতুন কমিটি গঠন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গাইবান্ধায় ইন্ডাসট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিশিষ্ট ব্যবসায়ী  আনোয়ার হোসেন মন্জুকে সভাপতি ও মোঃ শাহাদাত হোসেনকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট দ্বি বার্ষিকী কমিটি ঘোষণা করা হয়।

২ মে ( শুক্রবার)  গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন। 

এর আগে প্রথম পর্বে  সম্মেলনে আইবিডব্লিউএফ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ রংপুর জোনের সেক্রেটারি মোঃ জিল্লুর রহমান মুন্সি। প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা মোঃ খায়রুল আমীন। আরো বক্তব্য রাখেন, আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ ঈসমাইল হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম মন্জু, আব্দুল বাছেদ মন্ডল প্রমুখ।

বক্তারা সততা নিষ্ঠার সাথে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদেরকে তাগিদ দেন। সেই সাথে ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিমুক্ত দেশ গঠনের জন্য উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন