Bangla
3 days ago

গাইবান্ধায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল রোববার (৩ আগস্ট) রাত ২ টায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলার পলাশবাড়ী উপজেলার বাশুদেবপুর ডাকঘরের অন্তর্ভুক্ত ভবানিপুর গ্রামের একটি বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্ত ধর্ষক শাকিল (৩২) কে আটক করে।

আটককৃত অভিযুক্ত ধর্ষক শাকিল ঐ গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২ আগস্ট শনিবার বিকাল আনুমানিক ৩ টার দিকে অভিযুক্ত ধর্ষক একই গ্রামের ছয় বছর বয়সী একটি মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যেতে সমর্থ হয়। পরবর্তীতে দিবাগত রাতে স্থানীয়দের অভিযোগ ও সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সেনা ক্যাম্প কমান্ডার জানান,অভিযুক্ত ধর্ষককে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। তিনি সেনাবাহিনীকে অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। 

শেয়ার করুন