গাইবান্ধায় এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুইজন নিহত
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
গাইবান্ধার পলাশবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ে ধাক্কার পর ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঢোলভাঙ্গা বাজারের ঝালিঙ্গি ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা আরও দুইজন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত ও আহতরা একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২০) ও পাশের শ্যামপুর আমতলা গ্রামের মৃত সাদা মিয়ার ছেলে শ্রাবণ (২৪)। আহত রিফাত (২২) শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে ও তৌহিদ (২৩) বিষ্ণপুর গ্রামের এনামুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে আসা পলাশবাড়ীগামী পলিথিন মোড়ানো একটি মালবোঝাই ট্রাক ঢোলভাঙ্গা বাজারের ঝালিঙ্গি ব্রিজ পার হচ্ছিলো। এসময় পেছন থেকে চার জনকে নিয়ে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের চালক ট্রাকটিকে ওভারটেক করে সামনে যেতেই নিয়ন্ত্রণ হারায়। এতে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন তারা। পরে ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন কৌশিক ও শ্রাবণ।
আহত হন সঙ্গে থাকা রিফাত ও তৌহিদ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুজনকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, একটি মোটরসাইকেলে চারজন যুবক ঢোলভাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের চালক মালবোঝাই ট্রাককে ওভারটেক করার পরেই নিয়ন্ত্রণ হারালে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে।
atik.mms2014@gmail.com