Bangla
8 months ago

গাইবান্ধায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ফাইল ছবি।
ফাইল ছবি।

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

মালিক শ্রমিক ভাই ভাই আলোচনার মাধ্যমে সমাধান চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশ সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন শাখার আয়োজনে শ্রমিক সম্মেলন ও দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে সদর উপজেলার বল্লমঝাড় আমিনিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই শ্রমিক সম্মেলন ও দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাহিন মিয়া। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সরকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা পৌর শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক এ কে এম ফেরদৌস আলম ফিরোজ।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি আবুল হাসান মো. নয়ন মিয়া, সদর উপজেলা জামায়াতের আমীর নুরুল ইসলাম, সদর উপজেলার শাখার সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলার উপদেষ্টা ইসমাইল হোসেন, সদর উপজেলার সেক্রেটারি আব্দুল কাহার সিদ্দিক, আলতাব হোসেন, ময়নুল ইসলাম উজ্জল, জাহাঙ্গীর আলম, রুবেল মিয়া প্রমুখ।

শেয়ার করুন