প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ইসরায়েলের হামলায় গাজায় একদিনেই নিহত ৬৪, যুদ্ধবিরতির গুঞ্জনের মাঝেই চলেছে গণহত্যা
দখলদার ইসরায়েলের টানা হামলায় গাজায় আবারও রক্তপাত। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আরও ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
হাসপাতাল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজার খান ইউনিস, নুসেইরাত এবং গাজা সিটির বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে।
এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা এগোলেও, বাস্তবে ইসরায়েল গাজার সাধারণ মানুষের ওপর আগ্রাসন চালিয়েই যাচ্ছে। যুদ্ধবিরতির সম্ভাবনার মাঝেই হত্যাযজ্ঞ বন্ধের কোনো লক্ষণ নেই।