Bangla
3 days ago

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৫৯

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন আরও ৫৯ ফিলিস্তিনি। সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা সিটিতে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার শহরের শাতি শরণার্থী শিবিরের কাছে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। একই হামলায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। গাজা সিটির আল-শিফা হাসপাতালে চিকিৎসা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একইদিন, শহরের জায়তুন ও সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে বোমা বর্ষণ করে। গত মাসে শুরু হওয়া অভিযানে ইতোমধ্যেই এক হাজারের বেশি ভবন ধ্বংস করা হয়েছে। সোমবারের হামলায় সেখানে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন।

সকালে গাজা শহরের নাসের স্ট্রিটের ব্যস্ত বাজারে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। আল জাজিরার সাংবাদিক মোয়াথ আল-খালুত জানান, সেখানে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হন এবং অনেকেই আহত হন। আতঙ্কে মানুষ চারদিকে পালাতে শুরু করে। তিনি বলেন, “মানুষ জানে না কোথায় যাবে, কোথায় নিরাপদ; কারণ ইসরায়েলি সেনারা শহরের প্রতিটি স্থানে হামলা চালাচ্ছে।”

শহরের দক্ষিণাঞ্চলের দেইর আল-বালাহ এলাকার আল-মাজরা স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালানো হয়। পরে আল-আকসা মার্টিয়ার্স হাসপাতাল আনাস সাঈদ আবু মুগসিব নামের এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে।

চিকিৎসা সূত্রে জানা গেছে, শুধুমাত্র সোমবারেই গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন।

শেয়ার করুন