প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৩১৪ জনে।
গত ১৯ জানুয়ারি, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক মহলের চাপের মুখে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। প্রায় দুই মাস শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকলেও মার্চের তৃতীয় সপ্তাহে সেনা প্রত্যাহার সংক্রান্ত মতবিরোধের কারণে হামাসের সঙ্গে উত্তেজনা দেখা দেয় এবং পুনরায় ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ১৫১ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫৯৮ জন আহত হয়েছেন। এই সহিংসতা চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন এবং উপত্যকার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।